Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বাজে হারের পর ইংলিশদের কোচিং প্যানেলে রদবদল




বাজে হারের পর ইংলিশদের কোচিং প্যানেলে রদবদল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নাজুকভাবে হারের পর নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দেশটির সাবেক ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিককে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। চুক্তির সময় উল্লেখ না করলেও ইসিবি স্থায়ীভাবেই ট্রেসকোথিকের ওপর আস্থা রেখেছে। এছাড়াও জন লুইসকে পেস বোলিং আর জিতান প্যাটেলকে স্পিন বোলিং কোচের দায়িত্ব দিয়েছে ইসিবি। ভারতের মাটিতে টেস্ট জয়ে দারুণ সূচনা করেছিল ইংল্যান্ড। কিন্তু পরের দুই টেস্টে ইংলিশদের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে রাজসিক প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার। টানা দুই টেস্ট হেরে থ্রি লায়ন্সদের ভেস্তে গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশিপে খেলার সম্ভাবনা। আহমেদাবাদে পরের টেস্টে ভারত জিতলেই লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্নের ফাইনালে উঠবে কোহলির দল। উপমহাদেশে এমন ধাক্কার পর নড়েচড়ে বসেছে ইসিবি। ইংলিশদের কোচিং স্টাফদের বহরে আরও তিনজনকে যুক্ত করা হয়েছে। এক সময়ের খুনে মেজাজের ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিকে আস্থা ইসিবি'র। ব্যাটিং বিশেষজ্ঞ কোচ হিসেবে সাবেক এই ইংলিশ টপ অর্ডারকে স্থায়ীভাবে দায়িত্ব দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। এর আগেও ইংল্যান্ড জাতীয় দলের খন্ডকালীন কোচিংয়ের অভিজ্ঞতা থাকা ট্রেসকোথিক মার্চে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। বর্তমানে কাউন্টি দল সামারসেটের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন ট্রেসকোথিক। ব্যাটিং কোচ হবার দৌড়ে ট্রেসকোথিক পেছনে ফেলেন জ্যাক ক্যালিস ও জনাথন ট্রেটকে। জিমি অ্যান্ডারসন, ব্রডরা পেস বোলিং ওস্তাদ হিসেবে পেয়েছেন জন লুইসকে। এছাড়াও সাবেক নিউজিল্যান্ডের স্পিনার জিতেন প্যাটেলকে দেয়া হয়েছে স্পিন বোলিং কোচের দায়িত্ব। এ বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা না হলেও, অ্যাশেজসহ একাধিক দ্বিপাক্ষিক সিরিজ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে ভারতের মাটিতে। আর তাই প্রধান কোচ ক্রিস সিলভারউড ও তার দুই সহকারী গ্রাহাম থর্প ও পল কলিংউডদের সাথে যুক্ত হচ্ছেন ট্রেসকোথিক, লুইস ও জিতেন প্যাটেল। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে মূলত তিন ফরম্যাটে আমুল পরিবর্তন ইংল্যান্ডের ক্রিকেটে। সেই ধারায় শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও সাফল্যের ট্রেনে থাকতে চায়। তার আগে ক্রিকেটের থিং ট্র্যাক মজবুত করলো ইংল্যান্ড ক্রিকেট দল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply