করোনার টিকা নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রবীণ অভিনেত্রী আনোয়ারা।
২ মার্চ রাজধানীর একটি হাসপাতালে টিকা নিয়েছেন তিনি। ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে রোমানা রাব্বানী মুক্তি।
আনোয়ারার ছবি শেয়ার করে তার মেয়ে ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজকে আম্মা কোভিড-১৯ টিকা প্রথম ডোজ দিলেন, তিনি সুস্থ আছেন আর আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন এবং প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে টিকা নিশ্চিত করায় ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে।’
ষাটের দশকের বাংলা চলচ্চিত্রে পা রাখেন আনোয়ারা। নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। আনোয়ারা অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নাচঘর’। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ‘বালা’। ১৯৬৭ সালে মুক্তি পেয়েছিল এটি।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে সাড়ে ৬ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অসংখ্য মঞ্চ নাটক ও বেশকিছু টেলিভিশন নাটকেও দেখা গেছে তাকে। কাজের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীসহ মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
No comments: