sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বাংলাদেশের নৌ-আকাশপথ ব্যবহার করতে চায় নেপাল
বাংলাদেশের নৌ-আকাশপথ ব্যবহার করতে চায় নেপাল বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও আকাশপথ ব্যবহার করতে আগ্রহী নেপাল এবং বাংলাদেশ নীতিগতভাবে রাজি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারির বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দর ব্যবহারে আগ্রহী। তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যু ও তাদের প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশ নেপালের সমর্থন চেয়েছে। এর আগে গত সোমবার নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেসময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলা আলোচনায় দু’দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি বিনিময়সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে। উভয়ের মধ্যে প্রায় পৌনে এক ঘণ্টা আলোচনা হয়। তিনি আরও বলেন, নেপালের সঙ্গে এর আগে যেসব বিষয়ে বাংলাদেশের সমঝোতা হয়েছে, করোনা সংক্রমণে অকার্যকর হয়ে পড়ায় সেগুলো সক্রিয় করারও অনুরোধ জানানো হয় সাক্ষাৎকালে।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply