sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বার্সালোনার নির্বাচন, কে পাচ্ছেন দায়িত্ব?
বার্সালোনার নির্বাচন, কে পাচ্ছেন দায়িত্ব?

অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্সেলোনা ক্লাবের বহুল আলোচিত নির্বাচন। তিন প্রার্থীর মধ্যে এগিয়ে আছেন হুয়ান লাপার্তে। ডেলিগেটদের সমর্থন পাচ্ছেন বার্সার সাবেক এই সভাপতি। পরিস্থিতির কারণে বার্সার এবারের নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছে, বার্সা কোচ রোনাল্ড কোম্যান। রোববার (৭ মার্চ) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত বার্সেলোনা ক্লাব নির্বাচন। সেভিয়ার সঙ্গে গোল্ডেন কামব্যাক। কোপা দেলরের ফাইনালে বার্সা। নির্বাচনের আগে কি চাঙা ক্লাবটা? হওয়ারই কথা। ক্লাব ইতিহাসের সন্ধিক্ষণ পার করছে। সাবেক প্রেসিডেন্ট হোসে মারিও বার্তোমেউকে যেতে হয়েছে জেলে। নতুন সভাপতির হাতে বড় দায়িত্ব। ‘মোর দ্যান এ ক্লাব’ কে যে নিয়ে যেতে হবে আগের স্থানে। তিন প্রার্থী হুয়ান লাপোর্তে, ভিক্টর ফন্ত ও টনি ফ্রেইজা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে এদের মধ্যে সবচেয়ে এগিয়ে লাপোর্তে। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্লাবের সভাপতি পদে দায়িত্ব পালন করা এই সংগঠকের হাতেই আগামীর বার্সার দায়িত্ব উঠতে যাচ্ছে, এমন গুঞ্জন স্প্যানিশ গণমাধ্যমে। তার নির্বাচনী এজেন্ডায় গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে মেসি। লাপার্তে মেসিকে ন্যু-ক্যাম্পে রেখে দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন। এ ছাড়া স্টেডিয়াম উন্নয়ন ও লোকসান থেকে ক্লাবকে উঠিয়ে আনতে কাজ করবেন বলে জানান তিনি। এরপরই নির্বাচনী প্রচারণা ও সম্ভাবনায় এগিয়ে আছেন ভিক্টর ফন্ত। তবে তিনি মূলত আলোচনায় আছেন মেসিকে দলে না রাখা নিয়ে মন্তব্য করে। সাফ জানিয়ে দিয়েছেন মেসি থাকতে চাইলে বার্সায় থাকবে। না থাকতে চাইলে তাকে ভিক্টর আটকাবেন না। অপেক্ষাকৃত কম আলোচনায় আছেন টনি ফ্রেইজা। তার নির্বাচনের ইশতেহারের মূল বিষয় বার্সাকে আলোচিত বার্সাগেট থেকে উতরে ভালো অবস্থানে নিয়ে আসা। আর্থিক সমস্যায় জর্জরিত বার্সা। অনেকেই আশঙ্কা করছিলেন খেলোয়াড়দের বেতন দিতে পারবে কিনা সেটা নিয়েও। বার্সার ১২৫তম জন্মবার্ষিকীতে সেই শঙ্কাই কাটাতে চান ফ্রেইজা। পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই নির্বাচন নিয়ে কথা বলেছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। রোনাল্ড কোম্যান বলেন, আমাদের এখন একজন যোগ্য প্রতিনিধি খুঁজে নিতে হবে এবং সেটা সময়ের প্রয়োজনেই। সাম্প্রতিক সময়ে যে বিতর্কগুলো উঠছে, তা কাটাতে সবাইকে যোগ্য প্রার্থীকেই ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছি।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply