জল, স্থল ও আকাশে নিরাপত্তা দেবে র্যাব র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
আগামীকাল ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানীতে জল, স্থল ও আকাশপথে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবে র্যাব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে বিশেষ এ ত্রিমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তুলবে পুলিশের এই এলিট ফোর্স। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ কথা জানান। এসব নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে দেখভাল করার জন্য র্যাব সদর দপ্তরে কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব প্রধান। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব জল, স্থল ও আকাশপথে বিশেষ ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। জন্মশতবার্ষিকী উপলক্ষে পাঁচ দেশের যেসব রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানেরা আসবেন তাদের নিরাপত্তা ব্যবস্থায় আমাদের সদস্যরা পর্যবেক্ষণ ও সমন্বয় করবেন। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত সংখ্যক মোবাইল ও টহল দল নিয়েজিত থাকবে। বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ দলও থাকবে।’ চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘যেকোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য র্যাবের বোম্ব স্কোয়াড, পর্যাপ্ত স্ট্রাইকিং রিজার্ভ, র্যাবের স্পেশাল ফোর্সের টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। ক্ষেত্র বিশেষ বিভিন্ন স্থানে সিসি টিভির মাধ্যমে সার্বক্ষণিকভাবে র্যাবের নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ একটি মহল থেকে মোদিবিরোধী স্লোগান তোলা হচ্ছে। মোদিকে দেশে ঢুকতে দেওয়া হবে না, তার জন্য প্রয়োজনে তারা মাঠে থাকবে বলে জানাচ্ছে। পরিস্থিতি যদি তেমন হয়, সেক্ষেত্রে আপনাদের কী ভূমিকা থাকবে? এমন প্রশ্নে র্যাবের ডিজি বলেন, ‘আমরা আশা করি, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে যখন জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা পালন করছি, তখন তারা এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে। যদি কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটাতে চায়, তাদের ক্ষেত্রে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’Slider
বিশ্ব
জাতীয়
মেহেরপুর জেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
মেহেরপুর সদর উপজেলা
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: