Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নতুন সংকটে বার্সেলোনা!




নতুন সংকটে বার্সেলোনা!

দায়িত্ব নেয়ার সপ্তাহ না পেরুতেই নতুন সংকটে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তো। তার সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন ক্লাবটির ফাইনান্সিয়াল সহ-সভাপতি হাওমি জিরো। ফলে ক্লাবটির আর্থিক সংকট আরো ঘনীভূত হলো। অথচ নতুন সভাপতির হাত ধরে উন্মোচিত হওয়ার কথা ছিলো নতুন সম্ভাবনার দ্বার। সপ্তাহ পেরিয়েছে মোটে। দায়িত্ব নিয়েছেন হুয়ান লাপোর্তো। তবুও বার্সেলোনার আকাশ যেন থমথমে। মেসিরা লা লিগায় নেই স্বস্তিতে। পিএসজির কাছে হেরে মাত্রই বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। তবে মাঠের পারফর্মেন্স নয়, কাতালানদের দুশ্চিন্তা অন্যখানে। এমনিতেই আর্থিক ভাবে সংকটে আছে ক্লাব বার্সা। মাথার ওপর বইছে ১.১৭ বিলিয়ন ইউরোর ঋণ। যে ইস্যুতে বার্সা কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিলো না ফাইনান্সিয়াল সহ-সভাপতি হাওমি জিরোর। ধরণা করা হয়েছিলো নতুন সভাপতির সঙ্গে থাকবেনা কোন বিবাদ। তবে সে শঙ্কা ভুল প্রমাণিত করে দায়িত্ব থেকে ইস্তোফা দিয়েছেন হাওমি জিরো। ইতোমধ্যে পদত্যাগ পত্র জমা দিয়েছেন হুয়ান লাপোর্তোর কাছে। সংবাদটি সবার আগে ফাঁস করে স্প্যানিশ মাধ্যম দিয়ারি আরা। যদিও আনুষ্ঠানিক ভাবে এ নিয়ে এখনও কিছুই বলেনি কাতালান ক্লাবটি। হাওমি জিরো মূলত একজন আইনজীবি। তবে দীর্ঘদিনের কাজ করেছেন ক্যায়িক্সাব্যাংকে। তাইতো তার সঙ্গে ভালোই যোগাযোগ ছিলো বিনিয়গকারীদের। লাপোর্তোর পুনরায় নির্বাচিত হওয়ার পেছনেও ছিলো তার অবদান। এমনকি ক্ষতি পুষিয়ে নিতে বার্সার ইন্টভেস্টার আনার প্রক্রিয়ার সঙ্গেও তিনি ছিলেন যুক্ত। কিন্তু নতুন বোর্ডে আর ফাইনান্সিয়াল সহ-সভাপতির দায়িত্ব পালন করতে ইচ্ছুক ছিলেন না হাওমি জিরো। তিনি চেয়েছিলেন ফাইনান্সিয়াল সভাপতি হতে। বিরোধের সূচনা সেখান থেকেই। দু:সময় কাটিয়ে নতুন সভাপতির হাত ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিলো বার্সা। তবে হাওমি জিরোর পদত্যাগে সে সংকট হলো আরো ঘনীভূত। এই অবস্থা থেকে কিভাবে ক্লাবকে টেনে তুলবেন হুয়ান লাপোর্তো। সেটাই এখন দেখার বিষয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply