SponsorSlider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ‘গুমের’ ঘটনায় মেক্সিকোতে ৩০ সেনা গ্রেপ্তার
গুমের’ ঘটনায় মেক্সিকোতে ৩০ সেনা গ্রেপ্তার

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য টামাউলিপাসে বিপুলসংখ্যক মানুষ গুম বা নিখোঁজের ঘটনায় দেশটির নৌবাহিনীর ৩০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ২০০৬ সালে দেশটির সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর টামাউলিপাসে নৌবাহিনী মোতায়েন করা হয়। তারপর থেকেই রাজ্যটির প্রায় ৮৫ হাজার মানুষ গুম বা নিখোঁজ রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৯ এপ্রিল) গ্রেফতার নৌবাহিনীর সদস্যদের অ্যাটর্নি জেনারেলের অফিসে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনাটিকে দেশটির নৌবাহিনীর জন্য বড় আঘাত হিসেবে মনে করা হচ্ছে। কেননা, নৌবাহিনীকে মেক্সিকোর সবচেয়ে বিশ্বস্ত বাহিনী হিসেবে দেখা হয়। এ বিষয়ে নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মানুষকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ আনা হয়েছে ওই সেনাদের বিরুদ্ধে, যাদেরকে পরে আর খুঁজে পাওয়া যায়নি। মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে গুম বা নিখোঁজের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সদস্যদের গ্রেপ্তারের সবচেয়ে বড় ঘটনা এটি। এটি দেশটির নৌবাহিনীর জন্য বড় একটি ধাক্কা। মেক্সিকোর সবচেয়ে বিশ্বস্ত বাহিনী হিসেবে দেখা হয় একে। নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, মাদক আর অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত টামাউলিপাস মেক্সিকোর সবচেয়ে সহিংস অঞ্চল। গুম-খুনের ঘটনা এখানে নিত্যনৈমিত্তিক।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply