Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস গলফের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান




বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস গলফ্ ইভেন্ট ২০২০ এর পুরস্কার বিতরণ করেছেন সেনাপ্রধান ও বাংলাদেশ গলফ্ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল আজিজ আহমেদ। আজ শুক্রবার ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ্ ক্লাবে চার দিনব্যাপি অনুষ্ঠিত ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সেনাপ্রধান জেনারেল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টুর্নামেন্টে বাংলাদেশ গলফ্ ফেডারেশনের অধিভুক্ত ১২টি গলফ্ ক্লাব ছাড়াও সেনা, নৌ, বিমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং রাওয়া গলফ্ দলের প্রায় ১৬০ জন কৃতি খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে আটটি স্বর্ণ, আটটি রৌপ্য এবং আটটি ব্রোঞ্জ পদকের জন্য চারটি ক্যাটাগরী’তে (দলগত পুরুষ, দলগত মহিলা, ব্যক্তিগত পুরুষ ও ব্যক্তিগত মহিলা) প্রতিদ্বন্দ্বিতা করেন। পুরুষ দলগত বিভাগে অ্যামেচার গলফার মো. সাইফুল এবং মো. মুন্না’র সমন্বয়ে গঠিত সাভার গলফ ক্লাব দল শিরোপা জয় করে স্বর্ণ পদক লাভ করেন। মো. সম্রাট শিকদার ও মো. শফিক বাখা’র সমন্বয়ে গঠিত কুর্মিটোলা গলফ ক্লাব দল রানার-আপ হয়ে রৌপ্য পদক এবং সৈনিক মো. সাহাব উদ্দিন ও সৈনিক মো. আবু বকর সিদ্দিকের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী দল ২য় রানার-আপ হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। মহিলা দলগত বিভাগে সৈনিক জাকিয়া সুলতানা এবং সৈনিক লিমা আখতারের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী মহিলা গলফ দল শিরোপা জয় করে স্বর্ণ পদক লাভ করেন। সৈনিক সোনিয়া আখতার ও সৈনিক নাসিমা আখতারের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর অপর মহিলা গলফ দল রানার আপ হয়ে রৌপ্য পদক এবং মিসেস তাহমিনা রহমান ও মিসেস তাসলিমা শিরিন এর সমন্বয়ে গঠিত কুর্মিটোলা গলফ ক্লাব মহিলা গলফ দল দ্বিতীয় রানার-আপ হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। পুরুষ একক (গ্রস) এ কুর্মিটোলা গলফ ক্লাবের মো. সম্রাট শিকদার প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক লাভ করেন। কুর্মিটোলা গলফ ক্লাবের অপর গলফার মোহাম্মাদ ফরহাদ দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদক এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. সাহাব উদ্দিন তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক লাভ করেন। পুরুষ একক (নেট) এ কুর্মিটোলা গলফ ক্লাবের মো. লিটন মণ্ডল প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মেহেদী হাসান দ্বিতীয় এবং কুর্মিটোলা গলফ ক্লাবের মো. সম্রাট শিকদার তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেন। মহিলা একক (গ্রস) এ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাসিমা আক্তার প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অপর মহিলা গলফার সৈনিক জাকিয়া সুলতানা দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর অপর মহিলা গলফার সৈনিক লিমা আক্তার তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক লাভ করেন। মহিলা একক (নেট) এ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অপর গলফার সৈনিক নাসিমা আক্তার দ্বিতীয় এবং কুর্মিটোলা গলফ ক্লাবের মিসেস তাসলিমা শিরিন তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেন। টুর্নামেন্টটি ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ্ ক্লাবে চলতি মাসের ৬ এপ্রিলে শুরু হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply