Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নীলফামারীতে এসপির বাসভবনের ৩০ স্থানে ঘুঘুর বাসা




নীলফামারীতে এসপির বাসভবনের ৩০ স্থানে ঘুঘুর বাসা

নীলফামারীর সৈয়দপুর শহরের রেলওয়ে অফিসার্স কলোনিতে প্রায় দুই একর জমির ওপর বিশাল বাসভবন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপারের। ওই বাসভবনে স্ত্রী-সন্তানসহ বসবাস করছেন পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। ভবনের পুরো প্রাঙ্গণজুড়ে মনোরম বাগান। সেখানে রয়েছে বেশকিছু লিচু ও বাহারি ফুলের গাছ। ভবনের সামনে গোলঘর, গেট, লিচু বাগান, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সবখানে বাসা বেঁধেছে ঘুঘু পাখি। ভবনটির ৩০টি স্থানে ঘুঘু পাখি বাসা বেঁধেছে বলে জানান এসপি সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। এ কারণে লিচু বাগানেও কীটনাশক স্প্রে করতে পারছেন না তিনি। ওই পাখিগুলো যাতে স্বস্তিতে ডিম পাড়তে পারে এজন্য বাসভবন ও এর প্রাঙ্গণজুড়ে কড়া সতর্ক পাহারাও বসিয়েছেন পাখিপ্রেমী পুলিশ সুপার। এসপি সিদ্দিকী তাঞ্জিলুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, অভিযোগ নিয়ে আসা দর্শনার্থীদের সঙ্গে গোলঘরে বসা হচ্ছে না। কেউ উচ্চস্বরে কথা বলছে না। লিচু বাগানে ফল এসেছে। এ সময় কীটনাশকও স্প্রে করতে হয়; কিন্তু আমি আমার লোকদের তাও মানা করেছি। এসপি আরও বলেন, ছেলেবেলায় এয়ারগান দিয়ে অনেক পাখি মেরেছি। অথচ এখন পাখিদের জন্য খুব মায়া হচ্ছে। আমার বাসভবন এখন ঘুঘু পাখির অভায়রণ্য। ওদের নিরাপত্তার জন্য আমার পরিবারের একটু সমস্যা হচ্ছে। তবে এতে আমাদের কোনো কষ্ট নেই। পাখি ও পরিবেশবাদী সংগঠন সেতুবন্ধনের সভাপতি আলমগীর বলেন, বিষয়টি আমরা জেনেছি। আমরা সার্বিকভাবে এসপি সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে এ বিষয়ে সহযোগিতা করব।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply