করোনা নিয়ে গেলো ডা.শামসুজ্জামানের প্রাণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের সবচেয়ে বড় করোনা টেস্ট সেন্টার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান মারা গেছেন।
আজ শনিবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১০ এপ্রিল তিনি এই হাসপাতালে ভর্তি হন।
এর আগে গত ৮ এপ্রিল অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামানের করোনা শনাক্ত হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।
Tag: English News politics

No comments: