sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন তামিম-সৌম্যরা
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ক্রিকেটার তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা। আজ শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সকাল ১১ টার পর থেকে দ্বিতীয় ডোজ নেওয়া শুরু করেন তামিম-সৌম্যরা। সকাল ১১ টার দিকে শুরুতে টিকা নিতে আসেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। এরপর একে একে আসেন জাতীয় দলের বর্তমান ক্রিকেটারেরা। তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম, নাইম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদরা আজ দ্বিতীয় ডোজ নিয়েছেন। সস্ত্রীক টিকা নিয়েছেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। এর আগে প্রথম ডোজও স্ত্রীকে নিয়ে এসে দিয়েছেন তাঁরা। এ ছাড়া ফিল্ডিং কোচ রায়ান কুক ছাড়া কোচিং স্টাফরাও টিকা নিয়েছেন। এর আগে নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ক্রিকেটারেরা। দুই ধাপে গত ১৮ ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নেন তাঁরা। দ্বিতীয় ডোজ নেওয়ার পর পেসার তাসকিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা আজ করোনার টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই মুহূর্তে পরিস্থিতি সামলাতে হলে সবাইকে সতর্ক হওয়া জরুরি, আমাদের উচিত সবাইকে উৎসাহ যোগানো। আমরা মাস্ক পরছি, সবাই যেন মাস্ক পরে।’ আগামী সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচের পর মূল দল ঘোষণা করা হবে। আগামী ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply