Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ফিলিস্তিনের পক্ষে টুইট করে মুছে দিলেন প্যারিস হিলটন




ফিলিস্তিনের পক্ষে টুইট করে মুছে দিলেন প্যারিস হিলটন

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও অভিনেত্রী প্যারিস হিলটন। এ নিয়ে ক্ষুদেব্লগ টুইটারে একটি পোস্ট দিয়ে পরে তা মুছে দিয়েছেন।-খবর আরব নিউজ ও টিআরটি ওয়ার্ল্ডের তিনি গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন। টুইটারে গার্ডিয়ানের একটি খবর শেয়ার দিয়ে তিনি বলেন, এটি হৃদয়বিদারক ঘটনা, যা বন্ধ করা উচিত। পোস্টের সঙ্গে ‘সেভ ফিলিস্তিন; গাজা আন্ডারঅ্যাটাক ও গণহত্যা বন্ধ করো’ হ্যাশট্যাগ দেন। উপত্যকাটিতে ইসরায়েলি বিমান হামলায় আরও ১০টি শিশুসহ ৪২ ফিলিস্তিনি নিহত ও বহু লোক আহত হয়েছেন। রোববার (১৬ মে) ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। এই হত্যাকাণ্ডকে ‘পূর্বপরিকল্পিত’ বলে অভিযোগ করেছে হামাস। সাতদিন ধরে চলা এই লড়াই কখন শেষ হবে, তার কোনো আভাস মিলছে না। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে। গত কয়েক বছরের মধ্যে ফিলিস্তিনে ইসরায়েলের সবচেয়ে রক্তক্ষয়ী হামলার সাতদিন পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ নিয়ে আলোচনা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় পূর্ণশক্তিতে হামলা অব্যাহত থাকবে। এর আগে গাজায় আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমের একটি ১২তলা কার্যালয় মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে, যার মধ্যে ৫৮টি শিশু রয়েছে। আহত হয়েছেন এক হাজার ২০০ জনের বেশি। ইসরায়েলে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply