Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পরিচালক সৃজিত মুখোপাধ্যায় করোনা আক্রান্ত মানুষজনের পাশে দাঁড়িয়ে ক্লান্ত !




গত কয়েকদিন ধরে নিজের ছবি বা কাজের কোনও প্রচার করেননি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুধুমাত্র

। কারওর অক্সিজেন দরকার। কারওর দরকার হাসপাতালে একখানা বেড। আবার কেউ ওষুধের জন্য সারা শহর হন্যে হয়ে ঘুরছেন। যখন যা খবর পেয়েছেন, মানুষকে সাহায্য করার চেষ্টা করেছেন পরিচালক। শুধু সৃজিত একা নন, এই তালিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো নামজাদা সেলিব্রিটি। তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে মানুষের নজর বেশি থাকে। কাজেই তাঁরা একটি পোস্ট করলে যে অনেক মানুষের কাছে বার্তা পৌঁছে যাবে, সে কথা বলাই বাহুল্য। কিন্তু অনেকের অভিযোগ, করোনা সংক্রান্ত পোস্ট করলে প্রোফাইলের ‘রিচ’ কমে যাচ্ছে। অর্থাৎ, একজন সেলিব্রিটির সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি ‘সাধারণ’ খবর যত সংখ্যক নেট নাগরিকের চোখের সামনে ভেসে ওঠে আশ্চর্যজনকভাবে করোনা সংক্রান্ত পোস্টের ক্ষেত্রে তা হচ্ছে না! কিন্তু সত্যিই কি এসব করার দায়িত্ব সেলিব্রিটিদের? আক্রান্ত মানুষের জন্য তো সরকারের এগিয়ে আসা দরকার। এমন বক্তব্যই শোনা গেল সৃজিতের পোস্টে। তিনি শনিবার একটি পোস্ট করেছেন। সেখানে লেখা রয়েছে, ‘অক্সিজেন খোঁজা আমাদের কাজ নয়। হাসপাতালে বিছানার ব্যবস্থা করা আমাদের কাজ নয়। ওষুধের জন্য হাত পাতা আমাদের কাজ নয়। কর প্রদান করাই আমাদের কাজ। আর এই কাজগুলো আপনাদের। কিন্তু আপনারা এটা করছেন না। ভারত এসব ভুলবে না।— একজন ক্লান্ত ভারতীয়।’ বোঝাই যাচ্ছে, এখানে ‘আপনি’ সম্বোধন করে দেশের সরকারকেই নিশানা করেছেন তিনি। তবে সৃজিত দমে যাননি। তিনি এর পরেও করোনা আক্রান্তদের সাহায্যার্থে পোস্ট করে চলেছেন। সৃজিত ছাড়াও সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়িকেও এই একই পোস্ট করতে দেখা গিয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply