Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মিয়ানমারে সোয়া লাখ শিক্ষক বরখাস্ত




মিয়ানমারে এক লাখ ২৫ হাজারেরও বেশি স্কুলশিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ছবি : রয়টার্স গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর মিয়ানমারজুড়ে শুরু হওয়া আইন অমান্য আন্দোলনে অংশ নেওয়ায় এক লাখ ২৫ হাজারেরও বেশি স্কুল শিক্ষককে বরখাস্ত করেছে। মিয়ানমার শিক্ষক ফেডারেশনের এক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েকদিন আগে বিপুল সংখ্যক শিক্ষককে বরখাস্ত করার এ খবর এলো। অভ্যুত্থানবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মিয়ানমারের অনেক শিক্ষক ও অভিভাবক এবারের শিক্ষাবর্ষ বয়কট করছেন। গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী। এর প্রতিবাদে গত কয়েক মাস ধরে চলা আন্দোলন এরই মধ্যে দেশটিকে প্রায় পঙ্গু করে দিয়েছে। শনিবার পর্যন্ত সামরিক কর্তৃপক্ষ এক লাখ ২৫ হাজার ৯০০ স্কুলশিক্ষককে বরখাস্ত করেছে বলে জানিয়েছেন শিক্ষক ফেডারেশনের ওই কর্মকর্তা। নিপীড়ন নেমে আসতে পারে এই ভয়ে নিজের নাম বলতে রাজি না হওয়া এই শিক্ষক জানান, অসন্তোষ উসকে দেওয়ার অভিযোগে তাঁর নাম আগে থেকেই জান্তার ‘ওয়ান্টেড লিস্টে’ আছে। দুই বছর আগের জরিপ অনুযায়ী, মিয়ানমারে মোট স্কুল শিক্ষকের সংখ্যা চার লাখ ৩০ হাজার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply