Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ঘরের তাপমাত্রায় রাখার মতো কোভিড টিকা তৈরি করছে ভারতীয় গবেষণা প্রতিষ্ঠান




ঘরের তাপমাত্রাতে সংরক্ষণ করা যায়, এমন কোভিড টিকা বানাচ্ছে ভারতের বেঙ্গালুরুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)। সংবাদমাধ্যম আনন্দবাজার ডিজিটাল ও ব্যাঙ্গালোর মিরর এ খবর জানিয়েছে। ভারতে যখন নানা রকমের কোভিড টিকা বাজারে আসার প্রয়োজন দেখা দিয়েছে এবং বিদেশের কয়েকটি টিকার যখন ভারতে আসা ও ব্যবহারের বিষয়টি সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তখন ভারতীয় বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান আইআইএসসি’র উদ্যোগ যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। গবেষকেরা জানিয়েছেন, আইআইএসসি’র কোভিড টিকার প্রধান বিশেষত্ব হলো, এই টিকা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সক্রিয় রাখা যায়। তাপমাত্রার বিষয়টি এখন পর্যন্ত বাজারে চালু কোভিড টিকাগুলোর প্রধান সমস্যা। তাপমাত্রা বাড়লেও আইআইএসসি’র এই টিকা এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হবে না। এই টিকা সংরক্ষণের জন্য রেফ্রিজারেশন ব্যবস্থারও সাহায্য নিতে হবে না। ফলে টিকা নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে না। ঘরের স্বাভাবিক তাপমাত্রায়—গড়ে ২১ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস—আইআইএসসি’র টিকা সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছে আনন্দবাজার ডিজিটাল। আইআইএসসি’র এই টিকা তৈরির প্রকল্পের প্রধান অধ্যাপক রাঘবন বরদারাজন ‘আনন্দবাজার ডিজিটাল’-কে বলেছেন, “ইঁদুর ও গিনিপিগের ওপর পরীক্ষা চালিয়ে দেখেছি, আমাদের বানানো টিকা দেহের স্বাভাবিক প্রতিরোধী ব্যবস্থায় (‘ইমিউন সিস্টেম’) প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে পারছে খুব অল্প সময়ে। সেই অ্যান্টিবডিগুলো ইঁদুর ও গিনিপিগের দেহে ঢুকে পড়া সার্স-কভ-২ ভাইরাসকে অনায়াসেই অকেজো ও নিষ্ক্রিয় করে দিতে পারছে। ভাইরাস কোষে ঢুকে আর বংশবৃদ্ধি ঘটাতে পারছে না। ফলে সংক্রমণও হচ্ছে না।’ ভাইরাসকে দেহকোষে নিষ্ক্রিয় করে দিতে পারে বলে এই অ্যান্টিবডিগুলোকে বলা হয় ‘নিউট্রালাইজিং অ্যান্টিবডি’। আইআইএসসি’র অধ্যাপক বরদারাজন বলেন, ‘আমরা গবেষণাগারে টেস্ট টিউবে রাখা সংক্রমিত মানব দেহকোষের ওপর পরীক্ষা চালিয়ে দেখেছি, এই টিকা যে নিউট্রালাইজিং অ্যান্টিবডিগুলো তৈরি করছে, সেগুলো সার্স-কভ-২ ভাইরাসের নতুন কয়েকটি ধরনকেও (ভ্যারিয়েন্ট) নিষ্ক্রিয় করে দিতে পারছে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply