Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানইউ-ম্যানসিটি




আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানইউ-ম্যানসিটি

ইপিএলে মঙ্গলবার (১৮ মে) রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত ১১টায় ওল্ড ট্রাফোর্ডে রেড ডেভিলদের প্রতিপক্ষ ফুলহ্যাম। আরেক ম্যাচে, বাংলাদেশ সময় রাত ১২টায় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। লিগে এটিই শেষ অ্যাওয়ে ম্যাচ সিটিজেনদের। ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে জয় নিয়েই নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চায় পেপ গার্দিওলা বাহিনী। আগামী সপ্তাহে ইউরোপা লিগের ফাইনালে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এরইমধ্যে লিগ শিরোপা জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি। সে দিকে তাকিয়ে পাওয়ার কিছু নেই রেড ডেভিলদের। ইউরোপা লিগেই ভরসা সোলশায়ারের দলের। তবে তার আগে ইপিএলের দুই ম্যাচেই জয় দিয়ে লিগ শেষ করার লক্ষ্য ম্যানচেস্টার ইউনাইটেডের। এ ম্যাচে প্রতিপক্ষ ফুলহ্যাম আছে রেলিগেশন জোনে। ৩৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে স্কট পার্কারের দল। ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা চিন্তায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। কারণ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচেই হেরেছে রেড ডেভিল। রেলিগেশন জোনে থাকায় জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করবে তারাও। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না হ্যারি ম্যাগুইরো, অ্যান্থনি মার্সিয়াল, ড্যানিয়েল জেমস ও ফিল জোনস। দু'দলের পরিসংখ্যান থেকে অবশ্য কিছুটা স্বস্তি খুঁজে নিতে পারেন সোলশায়ার। শেষ ৫ ম্যাচের মধ্যে চারবারই তার দলের কাছে হেরেছে ফুলহ্যাম। লিগে নিজেদের শেষ অ্যাওয়ে ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। শেষ ম্যাচের নাটকীয় জয়ের কথা এখনো স্পষ্ট সমর্থকদের হৃদয়ে। পিছিয়ে পড়েও নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-৩ গোলে হারায় সিটিজেনরা। ম্যাচে হ্যাটট্রিক করেন ২১ বছর বয়সী তরুণ ফেরান তোরেস। চমৎকার সে জয়ের সুখস্মৃতি নিয়েই এবার ব্রাইটন বধে মাঠে নামবে সিটি। এরপর বাকি থাকবে শুধু এভারটনের বিপক্ষে একটি ম্যাচ। শিরোপা জিতে নিলেও, শেষ দুই ম্যাচ পথ হারাত চায় না গার্দিওলার দল। ২৯ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে সব ম্যাচেই গুরুত্বপূর্ণ সিটি কোচের কাছে। তবে, গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি নিয়েও সতর্ক থাকতে হচ্ছে তাকে। ইনজুরিতে ডি ব্রুইনা। এছাড়া আর কোনো সমস্যা নেই দলে। দু'দলের ২৫ বারের দেখায় ১৬ ম্যাচের জয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply