বিদেশিদের হজ পালনে এবারও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে সৌদি
বিদেশিদের হজ পালনে এবারও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে সৌদি আরব। করোনার ক্রমবর্ধমান সংক্রমণের ফলে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বুধবার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে রয়টার্সসহ কয়েকটি গণমাধ্যম। বিশ্বব্যাপী করোনার সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। এর মধ্যে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে বলে এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির সরকার।
সূত্র বলছে, চলতি বছর বিদেশিদের হজের অনুমতি না দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে কর্তৃপক্ষ বিদেশি হজযাত্রীদের অনুমতি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তা বাতিল করা হয়েছে। কেবল দেশের ভেতরে যারা টিকা নিয়েছেন এবং অন্তত ছয় মাস আগে করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের অনুমতি দেওয়া হবে। এছাড়া বয়সভিত্তিক বিধিনিষেধ থাকবে।
Tag: English News world

No comments: