বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে পালানো নীলগাই উদ্ধার
টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি বনাঞ্চল থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়েছে। এর আগে নীলগাইটি গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে পালিয়ে যায়।
সোমবার উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা এলাকার ঝোপঝাড় থেকে প্রথমে গ্রামবাসী নীলগাইটি ধরে। পরে সেটি দেখতে শত শত মানুষ ভিড় করে। এরপর বন বিভাগের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।
জানা যায়, দুদিন ধরে নীলগাই প্রাণীটি আশপাশের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। পরে বিকেলে গ্রামবাসিরা ফাঁদ পেতে ধরেন।
করোনা মিডেল এ্যাড
মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হারুনুর রশীদ জানান, ধরা পড়া প্রাণীটি নীলগাই নিশ্চিত হওয়ার পর প্রাণহানি রোধে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। পরে বনকর্মীরা সেখানে হাজির হয়।
মধুপুর বনাঞ্চলের সহকারি বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার জানান, এটি ভারতীয় নীল গাই। এক বছর আগে সীমান্ত পেরিয়ে দিনাজপুর এলাকায় ধরা পরে। পরবর্তীতে প্রাণীটি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারী পার্কে ছেড়ে দেয়া হয়। এরপর গত ১০ ফেব্রুয়ারি সাফারী পার্ক থেকে নীলগাইটি পালিয়ে যায়।
তিনি আরো জানান, জেলার সখীপুর গজারী বনে থাকার সময় সাফারী পার্কের কর্মীরা ট্রাঙ্কুলাইজাইরে চেষ্টা করে নীলগাইটি ধরতে ব্যর্থ হয়। বর্তমানে প্রাণীটি এখন সুস্থ রয়েছে। গাজীপুর সাফারী পার্কের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হবে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের জন্য বিরল প্রজাতির প্রাণিটির প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে
Tag: Advertisement videos

No comments: