শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, নতুন মুখ ১
সাভারের বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার আগেই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তামিম ইকবালের নেতৃত্বাধীন ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
দলে রয়েছেন ভারতফেরত সাকিব আল হাসান ও মোস্তাফিজু রহমান। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।
স্ট্যান্ডবাই হিসেবে স্কোয়াডে থাকবেন নাইম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।
প্রাথমিক দলে থাকলেও মূল দলে এবারও জায়গা হয়নি ওপেনার ইমরুল কায়েসের।
আগামী ২৩, ২৫ ও ২৮ মে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ দিবারাত্রির। শুরু হবে দুপুর ১টায়।
একনজরে শ্রীলংকা সিরিজে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।
Tag: English News games lid news

No comments: