Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লা লিগায় শেষ পর্যন্ত লড়তে চান কোম্যান




বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। ছবি : বার্সার ওয়েবসাইট মৌসুমের শেষ দিকে এসে উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছে বার্সেলোনা। শেষ তিন ম্যাচে জিতেছে কেবল একটিতে। বাকি দুটিতেই পয়েন্ট হারিয়েছে। ফলে লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছেন মেসি-গ্রিজম্যানরা। শিরোপার জন্য আর মাত্র তিনটি মাত্র ম্যাচ বার্সার হাতে আছে। এর মধ্যে প্রথমটি আজ লেভান্তের বিপক্ষে। যেকোনো ভাবেই হোক জয় ছাড়া বিকল্প নেই বাকি ম্যাচগুলোতে। বার্সা কোচ রোনাল্ড কোম্যানও জয় ছাড়া কিছু ভাবছেন না। লা লিগায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান ডাচ কোচ। এই মুহূর্তে লা লিগার পয়েন্ট টেবিলে তীব্র লড়াই চলছে। ৩৫ রাউন্ড শেষে জমে উঠেছে লড়াই। যে লড়াইয়ে সমানভাবে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাদ নেই সেভিয়াও। এই চার দলের লড়াইয়ের মধ্যেই জানা যাবে কে হবে এই মৌসুমের চ্যাম্পিয়ন। ৩৫ রাউন্ড শেষে বার্সা ও রিয়ালের পয়েন্ট সমান ৭৫। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় বার্সার উপরে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই দুদলের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৭১ পয়েন্ট নিয়ে চারে আছে সেভিয়া। আজ শীর্ষে থাকা অ্যাথলেটিকোকে সরাতেই মাঠে নামবে বার্সা। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে কোম্যান বলেন, ‘লা লিগা জিততে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়াই করে যাব। শিরোপা ভাগ্য এখন আমাদের হাতে নেই। কিন্তু আমরা আর কোনো ভুল করতে পারি না।’ এ ছাড়া ঠাসা সূচিতে খেলোয়াড়দের ক্লান্তি ও দর্শক না থাকার প্রসঙ্গেও কথা বলেছেন বার্সা কোচ। তিনি বলেন, ‘গ্যালারিতে সমর্থকদের অনুপস্থিতির প্রভাব পারফরম্যান্সে আছে। এ কারণেই দলগুলো ঘরের মাঠে অনেক পয়েন্ট হারিয়েছে। (ঠাসা সূচিতে) এত ম্যাচ খেলাও স্বাভাবিক নয়। শেষ পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী দল শিরোপা জিতবে।’ আজ হারাতে পারলে শিরোপা জয়ের জন্য কিছুটা এগিয়ে যাবেন মেসিরা। তবে পরের ম্যাচে অ্যাথলেটিকো আবার হারলে সম্ভাবনা বাড়বে। আজ বার্সা শীর্ষে যেতে পারলেই দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের উপর চাপ বাড়বে। কিন্তু কোন কারণে লেভান্তের বিপক্ষে যদি বার্সা হেরে যায় বা ড্র করে তাহলে আজই শিরোপা পুনরুদ্ধারের অবশিষ্ট সম্ভাবনাটুকু শেষ হয়ে যাবে। কারণ এই ম্যাচের পর বার্সার বাকি থাকবে মাত্র দুটি ম্যাচ। তাই আজই টিকে থাকার ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে মেসি-গ্রিজম্যানদের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply