Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » পেরেরাকে আউট করে স্বস্তি ফেরালেন শরিফুল




ইনিংসের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন কুশল পেরার। শুরুতে নেমে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। মাঝে তিন সতীর্থ ফিরে গেলেও উইকেট শক্ত হয়ে ছিলেন তিনি। অবশেষে ভয়ংকর হয়ে ওঠা লঙ্কান অধিনায়ককে ফিরিয়ে স্বস্তি ফেরালেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা শরিফুল ইসলাম। শ্রীলঙ্কার ইনিংসের ৪০ তম ওভারে পেরেরার প্রতিরোধ থামান শরিফুল। বাঁহাতি এই পেসারের বলে শট হাঁকাতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১২২ বলে ১২০ রান করে ফেরেন লঙ্কান অধিনায়ক। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ চার উইকেটে ২২৯ রান। উইকেটে আছেন নিরোশান ও ডি সিলভা। এক ইনিংসে পরপর তিনবার জীবন পেলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। ৯৯ রানেও সহজ ক্যাচ মিস করে তাঁকে জীবন দিয়েছেন মাহমুদউল্লাহ। বারবার জীবন পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক। ৯৯ বল মোকাবিলা করে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক। ইনিংসের ২৩তম ওভারে সাকিব বলে ক্যাচ ছেড়ে দিয়ে পেরারকে প্রথম দফায় বাঁচিয়ে দেন মুস্তাফিজুর রহমান। তখন ৬৬ রানে অপরাজিত ছিলেন পেরেরা। এরপর ২৫তম ওভারেও আরেকবার জীবন পান লঙ্কান অধিনায়ক। তখনও বোলিংয়ে ছিলেন সাকিব। ৮৯ রানে উইকেটে থাকা পেরেরার ক্যাচ মিস করেছিলেন আফিফ। জীবন পাওয়ার সুবিধা কাজে লাগিয়ে দলকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার ইনিংসের ১১.২ তম ওভারে ভয়ংকর হতে যাওয়া লঙ্কানদের ওপেনিং জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ। ৩৯ রানে অতিথি ওপেনার গুনাথিলাকাকে থামিয়েছেন তিনি। ৮২ রানে প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা। গুনাথিলাকার পর তিনে নামা পাথুমকেও ফিরিয়ে দিয়েছেন তাসকিন। ধারাবাহিক ব্যর্থতার কারণে আজকের ম্যাচে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন ডানহাতি ব্যাটসম্যান লিটন দাস। তাঁর বদলে তামিমের সঙ্গে ওপেন করবেন তরুণ ক্রিকেটার মোহাম্মদ নাঈম শেখ। এক বছরের বেশি সময় পর বাংলাদেশ ওয়ানডে দলের একাদশে ফিরেছেন তিনি। গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে নাঈমের অভিষেক হয়। এরপর আর ৫০ ওভারের ক্রিকেটে খেলা হয়নি তাঁর। এর মধ্যে নিউজিল্যান্ড সফরের দলে থাকলেও ড্রেসিং রুমেই থাকতে হয়েছে। এবার লিটনের ব্যর্থতায় ফের সুযোগ হলো মূল একাদশে। সিরিজের শেষ ওয়ানডেতে আরেকটি পরিবর্তন এসেছে বাংলাদেশ একাদশে। আগের ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তাসকিন আহমেদ। পরে সাইফউদ্দিন চোট পেলে কনকাশন সাব হিসেবে একাদশে সুযোগ মেলে। তবে সাইফউদ্দিনের বদলে এবার শুরুর একাদশেই আছেন তাসকিন। অন্যদিকে শেষ ম্যাচে জিততে মরিয়া শ্রীলঙ্কা একাদশে চার পরিবর্তন এনেছে। এর মধ্যে অভিষেক হয়েছে তিনজনের। তাঁরা হলেন অলরাউন্ডার রমেশ মেন্ডি, পেসার বিনুরা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে। এ ছাড়া একাদশে ফিরেছেন আগ্রাসী কিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। সুযোগ হারিয়েছেন আশেন বান্দারা, ইসুরু উদানা, দাসুন শানাকা ও লাকশান সান্দাক্যান। ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইয়ের অংশ হিসেবে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার এই সুপার লিগ। আয়োজক দেশ ভারত ছাড়া পয়েন্ট তালিকার সেরা সাত দল সরাসরি পাবে বিশ্বকাপে খেলার টিকিট। তাই কোনো ম্যাচকেই হালকা করে দেখার উপায় নেই। আজ শেষ ম্যাচ জিতলে সুপার লিগে বাংলাদেশের পয়েন্ট হবে ৬০। তাহলে ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের শীর্ষস্থান হবে আরও মজবুত






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply