Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » সমুদ্রের ওপর দিয়ে উড়ে চলা বস্তুটি কী? জানেন না ওবামাও




সমুদ্রের ওপর দিয়ে উড়ে চলা বস্তুটি কী? জানেন না ওবামাও

নৌবাহিনীর সদস্যদের দেখা অব্যাখ্যাত উড়ন্ত বস্তুর (ইউএফও) ভিডিও সত্যি বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু বস্তুটি সহজে ব্যাখ্যাযোগ্য না বলেই মনে করেন তিনি। সম্প্রতি অবাক করার মতো কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যা দেখে ইউএফও নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ক্রমশ বাড়ছে। ভিডিওতে মার্কিন যুদ্ধজাহাজ রাসেলের কাছ দিয়ে আকাশে পিরামিডের আকারে একটি ইউএফও বাতাসে স্থির হয়ে ভেসে থাকতে দেখা গেছে। আরেকটি বস্তু সমুদ্রে গিয়ে পড়েছে। ওবামা বলছেন, ক্যামেরায় যা ধরা পড়েছে, তা দেখে আমি অভিভূত।-খবর দ্য স্টারের আরও পড়ুন: রাতে হঠাৎ আলো উড়া দেখে এলিয়েন ভাববেন না! ১৮ মে সিবিএস নিউজের ‘লেট লেট শো ইউথ জেমস কোরডেনে’ এসে তিনি বলেন, যখন এলিয়েনের বিষয়টি আসে, তখন সেখানে এমন কিছু বিষয় থাকে, যা এই টেলিভিশন লাইভে থাকা অবস্থায় বলতে পারবো না। তিনি আরও বলেন, সত্যিকারের বিষয়টি হচ্ছে, আকাশের ওই বস্তুটির ভিডিও ফুটেজ ও রেকর্ড আছে। আমরা আসলে জানি না, বস্তুটি আসলে কী। তারা কীভাবে চলাচলা করে, তাও আমরা জানি না। এখানে সহজে ব্যাখ্যাযোগ্য কিছু নেই। কিন্তু এই ইউএফও বস্তু দেখে মুগ্ধতার কথা জানিয়েছেন ৫৯ বছর বয়সী ওবামা। ২০১৯ সালের জুলাইয়ে নৌবাহিনীর বিমান থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে। এতে দেখা গেছে, একটি গোলাকার বস্তু সাগরের ওপর দিয়ে উড়ছে। পরে তা পানিতে ঝাঁপিয়ে পড়েছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply