রাজধানীর তিনটি কেন্দ্রে ফাইজারের টিকা প্রয়োগ শুরু
রাজধানীর তিনটি কেন্দ্রে শুরু হয়েছে ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ। আজ সোমবার সকালে এসব কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়।
সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টার কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
একই সময় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট পরিচালক ফারুক আহমেদ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ নিজ নিজ কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ১২০ জন করে মোট ৩৬০ জনকে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের টিকাটির তাপমাত্রা সেনসিটিভ। তাই প্রাথমিকভাবে ঢাকা শহরের ৩টি হাসপাতালে এই ভ্যাকসিনটি দেয়া হবে। তিনটি হাসপাতালে ফার্স্ট রান চালু হবে। সেখানে প্রতিটি কেন্দ্রে গড়ে ১২০ জন মানুষকে ভ্যাকসিন দেয়া হবে।
Tag: English News lid news national

No comments: