ভ্যাকসিনের ‘বুস্টার’ ডোজ নিয়ে সুখবর
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিনেশনকে কার্যকর পদক্ষেপ হিসেবে মানছেন বিশেষজ্ঞরা। এ পর্যন্ত করোনার যতগুলো টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে সেগুলো কার্যকারিতা নিয়ে নিরন্তর গবেষণা চালাচ্ছে জনস্বাস্থ্যবিদরা।
এরই মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে নতুন সুখবর খবর দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এক গবেষণায় থেকে পাওয়া গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের তৃতীয় ডোজ করোনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। ভ্যাকসিনের তৃতীয় এই ডোজকে বলা হচ্ছে ‘বুস্টার’। গবেষণার সঙ্গে জড়িত স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, এই বুস্টার ডোজ শরীরের প্রতিরোধ শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে সক্ষম।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় জানা গেছে, ভ্যাকসিনটির তৃতীয় ডোজ শরীরে অ্যান্টিবডি এবং টি-সেলের প্রতিরোধক্ষমতা বাড়িয়ে তুলতে সক্ষম। পাশাপাশি প্রথম এবং দ্বিতীয় ডোজের ব্যবধান ৪৫ সপ্তাহ অর্থাৎ ৩১৫ দিন পর্যন্ত হতে পারে এবং এটি শরীরে শক্তিশালী প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। বিশেষ করে দ্বিতীয় ডোজের ৬ মাস পরে নিলে কার্যকরী ফলাফল পাওয়া যাবে বলেও গবেষণা এসেছে।
সোমবার (২৮ জুন) প্রকাশিত অক্সফোর্ডের গবেষণায় এসেছে, গবেষণায় অংশ নেওয়া ৩০ জন স্বেচ্ছাসেবী যারা দেরিতে দ্বিতীয় ডোজ নিয়েছিলেন এবং অন্য ৯০ জন তৃতীয় ডোজ নেন তাদের শরীরে কী ধরনের প্রতিরোধব্যবস্থা গড়ে তুলেছে সেটি দেখেই এই ফলাফল নিশ্চিত হয়েছেন তারা।
Tag: English News Featured world
No comments: