Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » দিল কো হাজার বার রোকা' গানে শুট শ্রাবন্তীর, 'আর জীবন নষ্ট করো না' কটাক্ষ নেটিজেনদের




দিল কো হাজার বার রোকা' গানে শুট শ্রাবন্তীর, 'আর জীবন নষ্ট করো না' কটাক্ষ নেটিজেনদের 'দিল কো রোককে হি রাখনা' শ্রাবন্তীকে প্রস্তাব এক নেটিজেনের নিজস্ব প্রতিবেদন: টলিউডের অন্য়তম সুন্দরী নায়িকা, প্রেম ভাঙার পর মুভ অন করে অন্য সম্পর্কে যেতে খুব বেশি সময় লাগে না তাঁর। তাঁর সুন্দর হাসি দেখে মুগ্ধ হন তাঁর প্রেমিক। তৃতীয়বার বিয়ে ভেঙেছে শ্রাবন্তীর (Srabanti Chatterjee), ফের সম্পর্কে জড়িয়েছেন নায়িকা। সদ্য তাঁর চর্চিত প্রেমিককে বাড়িতে পার্টি করতেও দেখা গিয়েছে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হচ্ছে শ্রাবন্তীকে। সম্প্রতি একটি গয়না প্রস্তুতকারক সংস্থার হয়ে ফোটোশুট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সেই ফোটোশুটের ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে নায়িকার ব্যাকগ্রাউন্ডে গান বাজতে দেখা যাচ্ছে,মার্ডার ছবির আলিসার কণ্ঠে দিলকো হাজার বার রোকা রোকা রোকা। পেয়ার কে ধোকা কেন বললেন নায়িকা তা সকলেরই জানা, তবে তিনি কি তাঁর মনকে প্রেমের বাঁধন থেকে আটকাতে চাইছেন? সোশ্য়াল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই হু হু করে তাতে কমেন্ট করেছেন তাঁর অনুরাগীরা। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন অভিনেতাকে। 'সুপার, বিউটিফুল', 'স্টানিং ব্ল্যাক বিউটি'-র মত কমেন্টের পাশাপাশি উঠে এসেছে 'যদি এতই বোঝো পেয়ার ধোকা, তাহলে বার বার প্রেম করতে যাও কেন সুন্দরী, বিয়েই বা কর কেন?', এক নেটিজেন লেখেন 'দিল কো রোককে হি রাখনা, নেহিতো ফির এক লড়কে কা জিন্দেগি বরবাদ হোগা'। অন্য় একজন লেখেন 'আর জীবন নষ্ট করো না', স্বভাবতই মিশ্র প্রতিক্রিয়ায় ভরে উঠেছে তাঁর সোশ্যাল মিডিয়ার ওয়াল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply