মা হওয়ার পর যে সমস্যায় ভুগছেন আনুশকা
চলতি বছরের জানুয়ারিতে মেয়ে সন্তানের মা হয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। বিরাট কোহলি আর আনুশকা শর্মার সন্তান ভামিকার বয়স এখন ৫ মাস। ভামিকাই এখন অভিনেত্রীর গোটা জগত।
তবে ভামিকা হওয়ার পর থেকে নানা সমস্যায় জর্জরিত আনুশকা। তাই লন্ডনে গিয়ে নিজেকে একেবারেই বদলে ফেললেন তিনি। কিন্তু মা হওয়ার পর চুল ওঠার সমস্যায় ভুগছেন আনুশকা শর্মা। আর সেকথাই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে উঠে এসেছে।
আনুশকার এক ইন্সটাগ্রাম পোস্টে দেখা যায়, হলুদ রঙের জ্যাকেট গায়ে নিজের একটি ছবি পোস্ট করেছেন, তাতে চুল ছোট ছোট করে কেটে ফেলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ক্যাপশানে তিনি লিখেছেন, ‘মা হওয়ার পর চুল পড়ার সমস্যা সামলাতে নতুন হেয়ারকাট করে যখন প্রশংসা পাওয়া যায়।’ শুধু তাই নয়, আনুশকা পোস্ট থেকেই জানা যাচ্ছে চুল কাটার জন্য তাকে লন্ডনে বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জর্জ নর্থউডের পার্লারের সন্ধান দিয়েছেন সোনম কাপুর। সেকারণে তিনি সোনমকে ধন্যবাদও জানিয়েছেন। সূত্র: জি নিউজ
Tag: Entertainment

No comments: