Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এক ম্যাচের ফাইনাল নিয়ে নাখোশ কোহলি




টানা দুই বছর ধরে পরিশ্রম করে যে ফাইনালে উঠলেন, মাত্র এক ম্যাচেই তার মীমাংসা হয়ে গেল। এমন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে নাখোশ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ভবিষ্যতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন বাছাইয়ের জন্য তিন ম্যাচের ফাইনাল চান ভারতীয় তারকা। এক ম্যাচের ফাইনাল কোনোভাবেই মানতে পারছেন না কোহলি। গতকাল বুধবার সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে আট উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপেরও শ্রেষ্ঠত্ব অর্জন করল নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচের মীমাংসা হওয়ার পর আক্ষেপ নিয়ে কোহলি বলেন, ‘এক ম্যাচ দিয়েই টেস্টের বিশ্বের সেরা টেস্ট দল বাছাইয়ের প্রক্রিয়ায় আমি মোটেই একমত নই। (ফাইনাল) তিন ম্যাচের সিরিজ হলে দলের সক্ষমতা পরিষ্কার ফুটে ওঠে— কোন দলের সামর্থ্য আছে সিরিজে ফিরে আসার বা প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার। স্রেফ দুটি দিনের চাপের পর হুট করে কোনো দল আর ভালো টেস্ট দল নয়—এটা হতেই পারে না। আমি এটা বিশ্বাসই করি না।’ কোহলি আরও বলেন, ‘এই খেলাটাই দেখুন, যেভাবে এগিয়েছে, যতটা সময়ই আমরা পেয়েছি, আপনি কেন চাইবেন না আরও দুটি টেস্টে দুই দলের লড়াই চলুক এবং তারপর টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্য বিজয়ী নির্ধারিত হোক! ইতিহাস যদি দেখেন, যতগুলো অসাধারণ টেস্ট সিরিজ হয়েছে তিন ম্যাচ বা পাঁচ ম্যাচ ধরে, তাদের লড়াই লোকে মনে রেখেছে এবং সিরিজগুলিো স্মরণীয় হয়ে আছে।’ টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে ভারতীয় তারকার ভাষ্য, ‘এটি অবশ্যই চালু করা উচিত। এমন নয় যে—আমরা জিততে পারিনি বলে এসব বলছি। আমি বলছি টেস্ট ক্রিকেটের স্বার্থে এই লড়াই অন্তত তিন ম্যাচ ধরে হওয়া উচিত, যেন এটি সত্যিকার অর্থেই স্মরণীয় কিছু হয়। তাতে চড়াই-উৎরাই থাকবে, মানসম্পন্ন দুটি দল নিজেদের উজাড় করে ঝাঁপিয়ে পড়বে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply