Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » জার্মানিকে হারিয়ে ‘ফুটবল ঘরে ফেরানো’র পথে ইংল্যান্ড




ফুটবল ‘ঘরে ফেরানোর’ মন্ত্র এই প্রথম না, আরও বহুবার শুনিয়েছে ইংল্যান্ড। এবারের ইউরোর ফাইনাল ওয়েম্বলিতে বলে শোরগোল একটু বেশি শোনা যাচ্ছে এই যা। তবে সেটা এবার গর্জনে রূপ নিতেই পারে। ইংল্যান্ড সর্বশেষ ফুটবল ‘ঘরে ফিরিয়েছিল’১৯৬৬ বিশ্বকাপে। সেবার ওয়েম্বলিতে ফাইনালে জার্মানিকে হারিয়েছিল ইংল্যান্ড। এরপর আর ওয়েম্বলিতে বড় টুর্নামেন্টে জার্মানিকে হারাতে পারছিল না ইংল্যান্ড। সে গেরো কেটেছে আজ। জার্মানিকে আজ ইউরোর শেষ ষোলোতে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ফুটবল ঘরে ফেরার গর্জন তাই শুরু করতেই পারে ইংলিশরা। বিজ্ঞাপন স্টার্লিংকে আটকাতে পারেননি নয়্যার। স্টার্লিংকে আটকাতে পারেননি নয়্যার। ছবি: টুইটার দুই দলই তিনজনের রক্ষণ নিয়ে নেমেছিল। দুই উইংব্যাকসহ মাঝমাঠেও চারজন ছিল দুই দলেরই। তবে তফাৎটা ছিল আক্রমণে। একদিকে ইংল্যান্ড মূল স্ট্রাইকার হ্যারি কেইনের দুই পাশে দুই উইঙ্গার রাহিম স্টার্লিং ও বুকায়ো সাকাকে নিয়ে নেমেছিল। ওদিকে জার্মানির মূল স্ট্রাইকার হিসেবে নেমেছিলেন গ্রুপ পর্বে কোনো ম্যাচের একাদশে না থাকা টিমো ভের্নার। তাঁর পেছনের দুজন অবশ্য তিন ম্যাচেই ছিলেন। স্ট্রাইকারের ছায়া সঙ্গী হিসেবে খেলতে পছন্দ করা টমাস মুলার ও কাই হাভার্টজ। জার্মানির মাঝমাঠেও কোনো চমক ছিল না। দুই উইংয়ে ইয়োশুয়া কিমিখ ও রবিন গোসেনস। মাঝে টনি ক্রুস ও লিওন গোরেৎসকা। ইংল্যান্ড দলের মাঝমাঠ দেখলে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া হতে বাধ্য। দুই উইংয়ে কিয়েরান ট্রিপিয়ার ও লুক শরই নামার কথা। কিন্তু হাতে জেসন মাউন্ট, ফিল ফডেন ও জ্যাক গ্রিলিশের মতো সৃষ্টিশীল মিডফিল্ডার থাকতেও কেলভিন ফিলিপসের সঙ্গী ডেকলান রাইস। অবশ্য ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের অতীত রেকর্ড এমন একাদশের পক্ষেই কথা বলে। ম্যাচ শেষের ফলও সাউথগেটকে আপাতত সঠিক প্রমাণিত করেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply