কোপায় ফাইনাল খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা!
গ্রুপ পর্বের ২০ ম্যাচ শেষ। এবার শুরু হচ্ছে নকআউট পর্বের রোমাঞ্চ। সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে জয় পেলে ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে এই দুই দলের।
গ্রুপ পর্বের লড়াই শেষ। চূড়ান্ত হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লাইন আপ। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। আর লিওনেল মেসির আর্জেন্টিনা লড়বে ইকুয়েডরের বিপক্ষে। অন্য দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পেরু-প্যারাগুয়ে এবং উরুগুয়ে-কলম্বিয়া।
গ্রুপ পর্বের ২০ ম্যাচ শেষ। এখন পর্যন্ত বড় কোন অঘটন দেখা যায়নি এবারের কোপা আমেরিকায়। তবে শুরু হচ্ছে নকআউট পর্বের রোমাঞ্চ। যেখানে ভুল করলে দ্বিতীয়বার সুযোগ পাওয়া যাবে না।
গ্রুপ পর্বে ১০ দল থেকে প্রত্যাশিত ৮ দলই জায়গা করে নিয়েছে সেরা আটে। কনমেবল অঞ্চলে ফিফা র্যাঙ্কিংয়ের সবার নিচে থাকা বলিভিয়া গ্রুপ পর্বে কোন জয় পায়নি। তাদের সঙ্গে বাদ পড়েছে ভেনেজুয়েলা।
'বি' গ্রুপে অবশ্য ইকুয়েডর-ভেনেজুয়েলা কোনো দলই জয় পায়নি। কিন্তু তিনটি ড্র করে তিন পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ইকুয়েডর। গ্রুপ পর্বে শতভাগ জয় পায়নি কোনো দলই। ব্রাজিল-আর্জেন্টিনার দু'দলই একটি ড্র আর তিনটি করে জয়ে হয়েছে গ্রুপ সেরা।
Tag: English News games world
No comments: