Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » জোট সরকারকে অনুমোদন দিতে আগামী সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্টে আস্থাভোট




ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ ১২ বছরের প্রধানমন্ত্রিত্বের অবসান হতে চলেছে। ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার ইয়েরিভ লেভিন সোমবার এ কথা জানান। স্পিকার বলেন, ডানপন্থি দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেট ও মধ্যমপন্থি দল ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন নতুন ঐক্যের সরকারকে অনুমোদন দিতে আগামী এক সপ্তাহের মধ্যে পার্লামেন্টের একটি আস্থাভোট অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আগামী ১৪ জুনের মধ্যে এ আস্থাভোট অনুষ্ঠিত হবে। তবে আস্থাভোটের নির্দিষ্ট কোনো তারিখ জানাননি পার্লামেন্টের স্পিকার। এর আগে নেতানিয়াহুকে সরিয়ে জোট সরকার গঠনে ঐক্যমত্যে পৌঁছায় ইসরায়েলের আটটি বিরোধীদল। ডানপন্থি দল ইয়ামিনা পার্টির প্রধান নাফতালি বেনেটকে প্রথমে প্রধানমন্ত্রী পদে বসাতে সম্মত হয়েছেন দলগুলোর নেতারা। পর্যায়ক্রমে এই জোটের নেতারা প্রধানমন্ত্রী হবেন। বেনেটের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ইয়াইর লাপিদ। নতুন জোটে যে আটটি দল রয়েছে— ১. ইয়েশ আতিদ (মধ্যপন্থি) দলের নেতা ইয়াইর লাপিদ (১৭টি আসন)। ২. কাহোল লাভান (নীল ও সাদা) (মধ্যপন্থি) দলের নেতা বেনি গান্টজ (আটটি আসন)। ৩. ইসরায়েল বেইতেইনু (মধ্য-ডানপন্থি জাতীয়তাবাদী) দলের নেতা আভিগদর লিবারম্যান (সাতটি আসন)। ৪. লেবার (সোশ্যাল-ডেমোক্র্যাটিক) দলের নেতা মেরাভ মিকায়েলি (সাতটি আসন)। ৫. ইয়ামিনা (ডানপন্থি) দলের নেতা নাফতালি বেনেট (সাতটি আসন)। ৬. নিউ হোপ (মধ্য ডান থেকে ডানপন্থি) দলের নেতা গিদিওন সা’র (ছয়টি আসন)। ৭. মেরেৎজ (বাম, সোশ্যাল-ডেমোক্র্যাটিক) দলের নেতা নিৎজান হোরোউইৎজ (ছয়টি আসন)। ৮. রাম (আরব ইসলামপন্থি) দলের নেতা মানসুর আব্বাস (চারটি আসন)। মতাদর্শগত দিক থেকে জোটবদ্ধ আটটি দলের মধ্যে মিল একেবারেই কম। এ কারণে সবার ধারণা ছিল এমন জোটগঠন প্রায় অসম্ভব। তবে নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে বদ্ধপরিকর দলগুলো। ইসরায়েলে সরকার গঠন করতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ৬১ আসনের প্রয়োজন পড়ে। এই আট দল মিলে ৬২টি আসন রয়েছে। আস্থা ভোটে ৬১ জনেরই সায় মিললেই নেতানিয়াহু যুগের অবসান ঘটবে। তবে এই জোটের কাছ থেকে সরকার পরিচালনার নীতির দিক থেকে বেশি কিছু আশা করা ঠিক হবে না, তারা কেবল নেতানিয়াহুকে সরাতে ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক জেরেমি বাওয়েন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply