Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » প্রকাশ হলো লাভলীর লোকগান




লাভলী দেব। সংগৃহীত ছবি: লাভলী দেব। সংগৃহীত বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন চ্যানেলে নিয়মিত গান করছেন লাভলী দেব। সবশেষ তপন চৌধুরীর সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন লাভলী। সিলেটি ভাষায় গানটি গেয়ে বেশ প্রশংসা পেয়েছিলেন তারা। এবার প্রকাশ হয়েছে লাভলীর নতুন গান। ‘আমার বন্ধু মহা যাদু জানে’ শিরোনামের লোকগানটির ভিডিও প্রকাশ হয়েছে প্রো-টিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির কথা ও সুর করেছেন সিলেটের জনপ্রিয় গীতিকার খোয়াজ মিয়া। আর সংগীতায়োজন করেছেন শোভন রায়। নতুন গানটি প্রসঙ্গে লাভলী দেব বলেন, ‘দারুণ হয়েছে গানটি। এটি সিলেট অঞ্চলের জনপ্রিয় একটি লোকগান। আশা করছি, এটি অসাধারণ গান হিসেবে শ্রোতা-দর্শকদের প্রশংসা অর্জন করবে।’ লাভলী দেব জানান, সম্প্রতি একসঙ্গে ছয়টি সিলেট অঞ্চলের গানের কাজ শুরু করেছেন। গানগুলোর সংগীত পরিচালনা করছেন বিনোদ রায়। গানগুলো হলো – ‘সইগো রাধার মন্দিরে উদয় শ্যাম চিকন কালা’, ‘হায়রে বন্ধু কালাচান তোমার লাগি গেল প্রাণ রে’, ‘ও প্রাণ বৃন্দে আমার প্রাণ যায় প্রান বন্ধু বিনে’, ‘বালা নাচিয়া নাচিয়া পিয়ারি যায় রে হাছন রাজার পানে চায় রে’, ‘প্রাণ বন্ধু গেলো গো বৃন্দাবন মলিন করিয়া’ এবং ‘বিনা দোষে দোষী আমি এ ভব সংসারে’।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply