দেশ থেকে জঙ্গি পুরোপুরি নির্মূল হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশ থেকে জঙ্গি পুরোপুরি নির্মূল হয়নি, তবে উগ্রবাদীদের তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তার ধানমন্ডির বাসভবনে আওয়ামী লীগের মহানগর শাখার এক বর্ধিত সভায় এসব কথা বলেন।
এসময় গুলশানের হলি আর্টিজানের মত জঙ্গি হামলা আর হতে দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা হামলা করেছিলো তাদেরকে বাইরে থেকে কেউ প্রশিক্ষণ দেয়নি। হোম গ্রাউন্ডেই প্রশিক্ষণ নিয়েছে। এছাড়াও মন্ত্রী জানান, জঙ্গিবাদ নির্মূলে প্রধানমন্ত্রীর অঙ্গীকার প্রতিপালনে কাজ করছে সরকার।
Tag: English News lid news national

No comments: