প্রেম করছেন রাইমা সেন!
প্রেম করছেন রাইমা সেন!
রাইমা সেন
চিরদিনই তুমি যে আমার খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে চিত্রগ্রাহক তথাগত ঘোষের প্রেমের গুঞ্জন অনেক দিনের।
মাঝে তাদের সম্পর্ক নেই বলে শোনা যাচ্ছিল। আবারও তথাগতর ইনস্টাগ্রামে দেখা যায় প্রিয়াঙ্কা সরকারের আবেদনময়ী ছবি।
এদিকে তথাগতর ইনস্টাগ্রামে রাইমা সেনের ছবি ও ক্যাপশন নতুন গুঞ্জনের ইঙ্গিত দিচ্ছে।
বুধবার (২ জুন) তথাগত তার ইনস্টাগ্রামে রাইমা সেনের একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়—সাদা রঙের অন্তর্বাস ও সাদা টি-শার্ট পরে বসে রয়েছেন সেনসেশনাল অভিনেত্রী রাইমা।
Tag: Entertainment

No comments: