জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা
আট বছর পর জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সফরে যাচ্ছে টাইগাররা। সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
মঙ্গলবার (২৯ জুন) ভোর ৪টায় কাতার এয়ারওয়েজের বিমানে হারারের উদ্দেশে দেশ ছাড়ে টাইগাররা।
তিন ধাপে জিম্বাবুয়ে যাচ্ছে টাইগাররা। প্রথম দফায় টেস্ট দল রওয়ানা দিয়েছে। অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে এই দল ঢাকা ছেড়েছে দল। ১৮ সদস্যের টেস্ট দলের সঙ্গে ছিলেন না সাকিব। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যোগ দিবেন তিনি। এছাড়া দলের সঙ্গে কাতারের দোহা ট্রানজিটে যোগ দিবেন সদ্য স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া রঙ্গনা হেরাথ।
৭ জুলাই জিম্বাবুয়ের সঙ্গে একমাত্র টেস্টটি মাঠে গড়াবে। এরপর ১৬ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। ২৭ জুলাই শেষ হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর।
Tag: English News games lid news
No comments: