Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রাজশাহীর করোনা ইউনিটে রেকর্ড মৃত্যু ২৫




রাজশাহীর করোনা ইউনিটে রেকর্ড মৃত্যু ২৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয়জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে করোনা শনাক্তের হার আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৮ শতাংশ বেড়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে তারা মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাগঞ্জের পাঁচজন, নাটোরের পাঁচজন, নওগাঁর দু’জন ও চুয়াডাঙ্গার একজন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী। নতুন মৃতদের মধ্যে ১১ জনের বয়স ৬১ বছরের উপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের তিনজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের দু’েজন। এ নিয়ে চলতি মাসে ২৯ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৪০ জন। শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭০ জন। এর মধ্যে রাজশাহীর ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০, নাটোরের ৭, নওগাঁর ১১, পাবনার এক, কুষ্টিয়ার এক, সিরাগঞ্জের এক, চুয়াডাঙ্গার এক, ঝিনাইদহের এক ও মেহেরপুরের একজন। একই সময়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। আজ সকাল ৬টা পর্যন্ত রামেকের ৪০৫ বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন ৪৫৯ জন। অতিরিক্ত রোগিদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৩০৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫১ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ৩৭ জন, পাবনার ২৪ জন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার দুইজন, দিনাজপুরের দুইজন, মেহেরপুরের একজন ও ঢাকার একজন। আইউসিইউতে ভর্তি আছেন ১৮ জন। এদিকে, রাজশাহীতে ফের বাড়ল করোনাভাইরাসের সংক্রমণ হার। সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৪৫৫ নমুনা পরীক্ষায় ১৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৮ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৯২ শতাংশে। এর আগের দিন রোববার ছিল ২৭ দশমিক ৮৪ শতাংশ। তারও আগে শনিবার ছিল ২৯ দশমিক ০৮ শতাংশ এবং শুক্রবার ৩৪ দশমিক ৫০। গত ঈদের পর থেকে রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়তে থাকে। শনাক্তের হার ৬০ শতাংশের উপরে উঠলে চলতি মাসের ১১ জুন সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রশাসন। এরপর দুই দফা মেয়াদ বাড়িয়ে লকডাউন আগামী ৩০ জুন মধ্য রাত পর্যন্ত করা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply