Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ট্রাম্পের ঘোর আপত্তি করা ‘ওবামা কেয়ার’ থাকছে, খুশি বাইডেন




ওবামা কেয়ারে নিম্ন আয়ের লোকজনের জন্য স্বাস্থ্যবিমা কেনার ক্ষেত্রে সরকারি ভর্তুকি দেওয়ার বিধান আছে। চলতি মাসে হোয়াইট হাউস জানিয়েছে, তিন কোটিরও বেশি মানুষ ওবামার স্বাস্থ্যবীমার আওতায় এসেছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা স্বাস্থ্যবিমা বহাল থাকছে। বৃহস্পতিবার (১৭ জুন) দেশটির সুপ্রিম কোর্ট আলোচিত সেই স্বাস্থ্যবিমা বাতিলে রিপাবলিকান পার্টির পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে তৃতীয়বার স্বাস্থ্যবিমা কর্মসূচিটি বন্ধ হওয়া থেকে রক্ষা পেল। এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ আইন সকল আমেরিকানদের জন্য একটি বড় বিজয়। এটি আমার জন্যও জয়ের। আমি নির্বাহী ক্ষমতাবলে এই বিমা আরও বিস্তৃত করব। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। ‘ওবামা কেয়ার’ নামে পরিচিত স্বাস্থ্যবিমা আইন বাতিলের পদক্ষেপের কথা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগে জানিয়েছিলেন। তারা স্বাস্থ্যবিমা গ্রহণের জন্য বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়ার প্রস্তাব করেছিল। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকারের দায়িত্ব কমিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। এরপর ক্ষমতায় এসে কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। তাতে বলা হয়েছিল, ‘আইনটি পুরোপুরি বাতিল না করা পর্যন্ত, এর ওপর আইনি ও আর্থিক নিষেধাজ্ঞা জারি থাকবে।’ ট্রাম্পের ওই নির্বাহী আদেশে ফেডারেল সংস্থার কর্মকর্তাদের ওই স্বাস্থ্যনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। আমেরিকার জটিল ও ব্যয়বহুল স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছিলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা। রিপাবলিকান পার্টির তীব্র বিরোধিতার পরও ২০১০ সালে ‘এফোর্ডেবল হেলথ’ কেয়ার নামে কর্মসূচি তিনি চালু করতে সক্ষম হয়েছিলেন। যা পরবর্তীতে ওবামা কেয়ার নামে পরিচিতি পায়। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাকালে সেটি বন্ধ করার চেষ্টা করা হলেও রিপাবলিকানরা চেষ্টা করেও কোনো বিকল্প প্রস্তাব উপস্থাপন করতে পারেনি। ওবামা কেয়ারে নিম্ন আয়ের লোকজনের জন্য স্বাস্থ্যবিমা কেনার ক্ষেত্রে সরকারি ভর্তুকি দেওয়ার বিধান আছে। চলতি মাসে হোয়াইট হাউস জানিয়েছে, তিন কোটিরও বেশি মানুষ ওবামার স্বাস্থ্যবীমার আওতায় এসেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply