বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৩৯ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৮ কোটি ২১ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ১৮ কোটি ২১ লাখ ৯২ হাজার ৪৮৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৪৫ হাজার।
সোমবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৪৫ হাজার ১৮৪ জনে।
এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ২৬৫ জন।
করোনা মিডেল এ্যাড
ভারতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। দৈনিক শনাক্ত কমেছে। কমেছে ভারতে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৩৭ জন আর প্রাণ হারিয়েছে ৯০৭ জন।
এই ভাইরাসে ভারতে মোট আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ৯৭ হাজারের বেশি।
ব্রাজিলে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭ হাজার ৮০৪ জন আর প্রাণ হারিয়েছে ৬৫৪ জন।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ১ কোটি ৮৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৫ লাখ ১৪ হাজার ২০২ জন।
Tag: English News Featured world
No comments: