অমির অফিস থেকে ১০২টি পাসপোর্ট উদ্ধার
পরীমনির বন্ধু তুহিন সিদ্দিকী অমির অফিস থেকে ১০২টি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ মে) রাতে অমির অফিসে অভিযান চালায় সাভার ও দক্ষিণখান থানা পুলিশ। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অমিসহ ২ কর্মচারীর বিরুদ্ধে পাসপোর্ট অপরাধ আইনে মামলা করা হয়েছে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, রাজধানীর দক্ষিণখানের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের অমির একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালানো হয়। এখান থেকে ১০২টি পাসপোর্ট জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বাছির ও মশিউর। এ ছাড়া উত্তরা পশ্চিম থানা এলাকায় আরেকটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালায় পুলিশ। এখান থেকে কিছু পাওয়া যায়নি।
এদিকে পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাত দিনের পুলিশ রিমান্ডে আছে অমি। সোমবার (১৪ মে) অমিসহ ৬ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক মামলা করা হয়। অন্যদিকে হত্যা-ধর্ষণচেষ্টার অভিযোগে পরীমনির করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৮ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
Tag: English News politics
No comments: