Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এখনো খেলার যোগ্যতা আমার আছে: ডি মারিয়া




আর্জেন্টিনার পিএসজি তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া বলেছেন যে তিনি প্রমান করেছেন এখনো খেলার যোগ্যতা তার আছে। প্যারগুয়ের বিপক্ষে কোপা আমেরিকায় গ্রুপ পর্বে আর্জেন্টিনার জয়ে তারকা দ্যুতি ছড়িয়েছেন এই পিএসজি মিডফিল্ডার। ম্যাচটিতে অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে কোচিং স্টাফদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন ডি মারিয়া। তিনি ম্যাচের একমাত্র গোলটির যোগান দিয়েছেন। এর মাধ্যমে তিনি যে শুধু দলকে জিতিয়েছেন তা নয়, ম্যাচে মূল ভূমিকাটিও পালন করেছেন। খেলা শেষে আর্জেন্টিনা ভিত্তিক টিভিসি স্পোর্টসকে ডি মারিয়া বলেন, সেখানে নিজ দক্ষতার প্রতিফলন ঘটিয়েছেন তিনি। আর্জেন্টাইন এই সিনিয়র তারকা বলেন, ‘চিলির বিপক্ষে মাঠে নামার সুযোগ থাকা সত্বেও আমাকে সাইডলাইনে কাটাতে হয়েছে। প্রতিটি মুহূর্তে আমার খেলার সুযোগ আছে। আমি এর প্রমাণ দিয়েছি। প্রমাণ করেছি আমি যোগ্য। আজ আমি খেলার সুযোগ পেয়েছি। ফের যোগ্যতার প্রমাণ দিয়েছি। যদিও স্কোয়াডের ২৮ খেলোয়াড়ের সবারই এই সুযোগ থাকে।’ তিনি আরো বলেন, ‘যদি আমার পালা আসে তাহলে সেরাটা করার এবং দেবার চেস্টা করব। যদি সুযোগ না হয়, তাহলে বাইরে থেকেই দলকে সমর্থন দেব।’ প্যারাগুয়ের বিপক্ষে ডি মারিয়ার প্রথমার্ধের পারফর্মেন্সই দলীয় জয়ে মূল ভূমিকা রেখেছে। তার যোগানের বলটি দিয়ে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন আলেহান্দ্রো গোমেজ। ডি মারিয়া বলেন, ‘আমি জানতাম, যত দ্রুত আমি তাকে বলটি দিতে পারব ততটা দ্রুত সে ফিনিশিং টানতে পারবে। সে এমন একজন স্ট্রাইকার যে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করতে পারদর্শী। আগেও আমি তা দেখেছি। সৃষ্টিকর্তার কৃপায় এটিও গোল হয়েছে।’ এই জয়ে কোপা আমেরিকার শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আগামী সপ্তাহে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে গ্রুপ সেরার আসন লাভ করবে আর্জেন্টিনা। যেখানে গুরুত্বপুর্ন ভুমিকা রাখার সুযোগ থাকছে ডি মারিয়ার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply