Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শাড়ির সঙ্গে স্নিকার্স পায়ে Taapsee, Kanganaর 'সস্তা অনুকরণকারী' বলে কটাক্ষ রঙ্গোলির




পরনে সাদা প্রিন্টেড সুতির শাড়ি, গায়ে নীল ব্লাউজ, পায়ে স্নিকার্স। বাঁ হাতে ঘড়ি, ডান হাতে রুপোর চুড়ি। মাথায় আলতো করে খোঁপা বাঁধা, চোখে রোদ চশমা। সম্প্রতি, রাশিয়া বেড়াতে গিয়ে এমন ইন্দো-ওয়েস্টার্ন লুকে ধরা দিয়েছেন তাপসী পান্নু (Taapsee Pannu)। অভিনেত্রীর এই ছবি ইনস্টাগ্রামে উঠে আসতেই অনেকে তাঁর স্টাইল স্টেটমেন্টের প্রশংসা করেন। তবে শত প্রশংসার মাঝেই তাপসীকে তাঁর এই স্টাইলের জন্য কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) দিদি রঙ্গোলির আক্রমণের মুখোমুখি হতে হল। বৃহস্পতিবার কঙ্গনাকে (Kangana Ranaut) 'স্টাইল আইকন' বলে চিহ্নিত করে তাপসীকে (Taapsee Pannu) কঙ্গনার 'সস্তা অনুকরণকারী' বলে আক্রমণ করেছেন রঙ্গোলি চান্দেল। শুধু তাই নয়, তাপসীকে কঙ্গনার 'ক্রিপি ফ্যান' বলেও কটাক্ষ করেছেন রঙ্গোলি। তিনি লিখেছেন, ''বিষয়টা মোটেও ভালো নয়, কঙ্গনার একজন চতুর অনুরাগী (তাপসী), যে সব সাক্ষাৎকার থেকে স্টাইল, কাজের ধরন, সবক্ষেত্রেই কঙ্গনাকে অনুকরণ করেন। আবার তিনিই আবার নির্লজ্জের মতো কঙ্গনা সম্পর্কে খারাপ মন্তব্য করেন। আর আজ আমি আবারও ওকে শাড়ি পরার স্টাইল অনুকরণ করতে দেখলাম। বুঝলাম, তুমি কিছুতেই অনুকরণ করা থেকে নিজেকে সরাবে না।''






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply