Aamir-Kiran: বিচ্ছেদ ঘোষণার পরে কারগিলে আমির-কিরণ, প্রকাশ্যে এল ছবি
ঠিক এক সপ্তাহ আগে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনেছিলেন আমির খান এবং কিরণ রাও। যৌথ বিবৃতি জারি করে জানিয়েছিলেন, দাম্পত্য শেষ হলেও বন্ধুত্ব থাকবে অটুট। পেশাগত জীবনে পড়বে না ব্যক্তিজীবনের সিদ্ধান্তের ছাপ।
সেই কথা মতোই কারগিলে পৌঁছে গিয়েছেন আমির এবং কিরণ। ‘লাল সিংহ চড্ডা’ ছবির শ্যুট চলছে সেখানে। তাঁদের সঙ্গেই রয়েছে ছেলে আজাদ। আমিরের সঙ্গে শনিবার কাজে যোগ দিয়েছেন নাগা চৈতন্য। দক্ষিণী অভিনেতা শ্যুটের ফাঁকে আমির এবং কিরণের সঙ্গে একটি নিজস্বী তুলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এর সঙ্গেই বিবরণীতে লিখেছেন, ‘কৃতজ্ঞ’
No comments: