জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৫৫ রানে জিম্বাবুয়ের বিরুদ্ধে বিজয় লাভ করার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় ক্রিকেট-প্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিম্বাবুয়ে দলকে পরাজিত করায় সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।
শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় লাভের এই ধারা অব্যাহত থাকবে।
এর আগে গত ১১ জুলাই বাংলাদেশ একমাত্র টেস্ট ম্যাচে জিম্বাবুয়েকে ২২০ রানে পারাজিত করেছিল।- বাসস
Tag: English News lid news politics
No comments: