টোকিও অলিম্পিক ১৩ বছরেই মোমিজির সোনার হাসি
১৩ বছর বয়সেই অলিম্পিকে মোমিজির স্বর্ণ জয়। ছবি : রয়টার্স
মাত্র ১৩ বছর বয়সেই অলিম্পিকে এসে চমকে দিলেন জাপানের কিশোরি মোমিজি নিশিয়ার। স্কেটবোর্ডিংয়ে জিতে নিলেন গোল্ড মেডেল। অলিম্পিকে এই প্রথম যুক্ত হওয়া এই ইভেন্টে জাপানকে স্বর্ণ উপহার দিলেন মোমিজি।
আজ সোমবার আরিয়াক পার্কে স্কেটবোর্ডিংয়ের মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে সেরা হয়েছেন মোমিজি।
মোমিজির পাশাপাশি রুপা জিতে চমকে দিয়েছেন রাইসা লিলে। ব্রাজিলের এই অ্যাথলেটের বয়সও মাত্র ১৩ বছর। স্বর্ণ হাতছাড়া করা এই তরুণীর স্কেটবোর্ডিংয়ে ১৪.৬৪ পয়েন্ট তুলেছেন। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন নাকাইয়ামা।
অলিম্পিকে জাপানের সবচেয়ে কম বয়সী অ্যাথলেট এখন মোমিজি। এ ছাড়াও অলিম্পিকের ইতিহাসেও কমবয়সী স্বর্ণজয়ীদের তালিকায় থাকবেন তিনি।
টোকিও অলিম্পিকে এবারই প্রথম শুরু হয়েছে স্কেটবোর্ডিং। অভিষেক আসরে নারী ও পুরুষ বিভাগ—দুটোতেই স্বর্ণ জিতল জাপান। নারী বিভাগে মোমিজি আর পুরুষ বিভাগে জাপানকে স্বর্ণ এনে দিলেন হোরিগোমে ইউতো
Tag: English News games world
No comments: