যুক্তরাষ্ট্র ও ভারতে করোনার প্রকোপ কিছুটা কমেছে, ব্রাজিলে বাড়ছে কমছে
যুক্তরাষ্ট্র ও ভারতে করোনার প্রকোপ অনেকটা কমে আসলেও ব্রাজিল রয়েছে আগের মতোই। দেশটিতে শনাক্ত ও মৃত্যু হার একদিন কিছুটা কমে তো আরেকদিন বাড়ছে।
ওয়ার্ল্ডোমিটার্স এর তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বে একক দেশ হিসেবে সর্বাধিক শনাক্ত ও মৃত্যু হয়েছে ব্রাজিলে। ৬৩ হাজার ১৪০ জন শনাক্তের বিপরীতে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪৩ জন। আগেরদিন তথা ৩০ জুন শনাক্ত হয়েছিলো ৪৩ হাজার ৮৫৯ জন এবং মৃত্যু ২ হাজার ১২৭ জন। ২৯ জুন শনাক্ত ছিলো ৬৪ হাজার ৯০৩ জন ও মৃত্যু ১ হাজার ৯১৭ জন।
মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিলের অবস্থান। দেশটিতে মারা গেছে ৫ লাখ ২০ হাজার ১৮৯ জন মানুষ। আর মোট শনাক্ত হয়েছে ১ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৩০৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ২৭২ জন।
করোনা মিডেল এ্যাড
গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৩০ হাজার ৭১৭ জন এবং মারা গেছে ৮ হাজার ২৯৭ জন।
শুক্রবার সকাল পর্যন্ত সারাবিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ ১৪ হাজার ৬৪৫ জন। মারা গেছে ৩৯ লাখ ৭১ হাজার ৪৪২ জন।
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৬ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৮৭১ জন মানুষ।
No comments: