পাকিস্তানে বাসে বোমা বিস্ফোরণ, নিহত ১০
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বামে বোমা বিস্ফোরণের ঘটনায় ছয় চীনা নাগরিক ও দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে চীনা ইঞ্জিনিয়ারই ছিলেন ৩০ জন।
পাকিস্তানে বাসে বোমা বিস্ফোরণ, নিহত ১০
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। তবে তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, রাস্তার পাশে কিংবা বাসের মধ্যেই বিস্ফোরক জাতীয় বস্তু ছিল।
পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের পুলিশ পরিদর্শকের প্রধান মোয়াজ্জেম যাহ আনসারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, হতাহতদের উদ্ধারে এয়ার অ্যাম্বুলেন্সেও ব্যবহার করা হয়েছে। এখনও একজন চীনা ইঞ্জিনিয়ার ও একজন পাকিস্তানি সেনা নিখোঁজ রয়েছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে শহরের জাদায়ি মাইওয়ান্দ এলাকায় ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আশাপাশে হতাহতদের মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এ সময় আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও তালেবানের দিকেই সন্দেহের তীর পুলিশের।
No comments: