ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন করোনা পজিটিভ ছিলেন। অপর নয় জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আট জন এবং উপসর্গ নিয়ে নয় জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, জামালপুরের একজন, শেরপুরের একজন ও কিশোরগঞ্জের একজন রয়েছেন।
চলতি মাসের ১৭ দিনে মমেক হাসপাতালে করোনায় ৯৯ জনসহ মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে নতুন ৭৮ জনসহ মোট ৪৩৯ জন চিকিৎসাধীন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ২২ জন চিকিৎসাধীন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৩ জন।
এদিকে, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৬টি নমুনা পরীক্ষায় আরও ১০৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৭৭ শতাংশ।
Tag: English News politics
No comments: