বিধিনিষেধ: নবান্নের নতুন নির্দেশিকা
বুধবার কোভিড বিধিনিষেধ সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করে রাজ্য সরকার জানিয়েছে, আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন। গত ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই থেকে ট্রেন পরিষেবা বন্ধ রাজ্যে। যার জেরে জেলার মানুষদের কর্মস্থলে যাওয়া-আসাও বন্ধ। অনেকের প্রত্যাশা ছিল, বিধিনিষেধের নতুন নির্দেশিকায় হয়তো এ বার লোকাল ট্রেন চলাচলে ছাড় দেওয়া হবে। কিন্তু জেলায় কোভিড সংক্রমণের বিষয়টি মাথায় রেখে সেই পথে না হাঁটার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
Tag: English News world
No comments: