ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট। ফাইল ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন করোনা পজিটিভ ছিলেন। অপর ১০ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া আট জন হলেন ময়মনসিংহ সদরের জোবেদা খাতুন (৯০), বাহার উদ্দিন (৬৫), হালুয়াঘাটের রুহুল আমিন (৫৬), ফুলপুরের দুলাল উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৭৭), শেরপুরের রহিমা বেগম (৫০), নেত্রকোনার মালেকা (৭২) ও জামালপুরের রফিকুল ইসলাম (৭২)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জন হলেন ময়মনসিংহ সদরের সুফিয়া জামান (৭০), আনোয়ারা (৬০), আব্দুল খালেক (৬৮), তারাকান্দার সুলেমা (৫৭), মুক্তাগাছার শামসুন্নাহার (৬৪), নেত্রকোনার রবিউল (৮০), জামালপুর সদরের জোবেদা বেগম (৫৫), ইসলামপুরের আব্দুর খায়ের (৬১), টাঙ্গাইলের মধুপুরের জহর আলি (৮০) ও মনি (৫০)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৪৭২ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষায় ৪৪৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৪৫ শতাংশ।
Tag: English News politics
No comments: