ছক্কার রেকর্ডে গেইলকে ছাড়িয়ে গেলেন লুইস
ছক্কা মারার ক্ষেত্রে ক্রিস গেইলের রয়েছে বেশ কিছু কীর্তি। তাঁর হার্ড হিটিং ব্যাটিংয়ে দলও পেয়েছে ভুরি ভুরি সাফল্য। সেই গেইলকেই কি না ছক্কা হাঁকানোর ক্ষেত্রে পিছনে ফেললেন তাঁর সতীর্থ ওপেনার এভিন লুইস।
সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে লুইস ৩৪ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সেখানে তিনি চারটি চার ও নয়টি ছক্কা হাঁকান। তাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ছক্কার সংখ্যা দাঁড়ায় ১০১।
এই রেকর্ড এত দিন ছিল গেইলের দখলে। এখন সে রেকর্ড ছিনিয়ে নেন লুইস।
সবচেয়ে কম ইনিংস খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি ছক্কা মারেন লুইস। তিনি ৪২ ইনিংসে এমন কীর্তি গড়েন। গেইল ৪৯ ইনিংসে ১০০টি ছক্কা হাঁকিয়েছিলেন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। তিনি ৫৭ ইনিংসে ১০০ ছক্কা হাঁকান। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৭০টি ইনিংসে ১০০ ছক্কা মারেন। নিউজিল্যান্ডের মার্টিন গাফটিল ৭২ ইনিংসে ১০০ ছক্কা মারেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা হাঁকানো সপ্তম ক্রিকেটার হলেন লুইস। আন্তর্জাতিক ক্রিকেটে একশোর বেশি ছক্কা হাঁকানো ক্রিকেটাররা হলেন, মার্টিন গাফটিল (১৪৭), রোহিত শর্মা (১৩৩), ক্রিস গেইল (১১৯), ইয়ান মর্গান (১১৪), মুনরো (১০৭), আ্যারন ফিঞ্চ (১০৭) ও এভিন লুইস (১০১)।
Tag: English News games
No comments: