নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৬
নরসিংদীর পাঁচদোনায় কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক লেগুনার নারীসহ ৬ যাত্রী নিহত হয়েছেন।
নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৬
এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরও ৫ যাত্রী। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে নরসিংদীর পাঁচদোনার ঘোড়াশাল-টঙ্গীর আঞ্চলিক সড়কের পাঁচদোনার চাকশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লেগুনায় ১০/১২ জন ঘোড়াশাল থেকে পাঁচদোনার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় এক শিশুসহ লেগুনার ছয়জন নিহত হয়েছেন। আরও অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। বিস্তারিত তথ্য ও নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Tag: English News lid news politics
No comments: